দেলোয়ার জাহান ঝন্টুর প্রযোজনায় এবং সাইমন জাহানের পরিচালনায় 'টাইম মেশিন' শিরোনামের একটি সায়েন্স ফিকশন ছবিতে অভিনয় করছেন রত্না। কঙ্বাজারের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শুরু হয়েছে। রত্না বলেন, 'আমি এই প্রথম কোনো সায়েন্স ফিকশন ছবিতে অভিনয় করছি। ছবির গল্পে দেখা যাবে, আমরা টাইম মেশিনে চড়ে সময়ের বিভিন্ন স্তরে চলে যাই। সেখানে গিয়ে আমরা বিভিন্ন সমস্যায় পড়ি। এমনই সব মজার মজার দৃশ্য দিয়ে সাজানো হয়েছে ছবির গল্পটি। তিনি আরও বলেন, 'আমি শাহিন সুমন পরিচালিত 'সেই দিন বৃষ্টি ছিলো' শিরোনামের আরও একটি ছবিতে কাজ করছি। সব মিলিয়ে আমি ব্যতিক্রমধর্মী দুটি ছবিতে কাজ করছি। আশা করছি, দর্শকরা দুটি ছবির মধ্য দিয়ে নতুন রত্নাকে খুঁজে পাবে।
গত ৩ ফেব্রুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে। চলচ্চিত্রটির গল্প লিখেছেন দেলোয়ার জাহান ঝন্টু। এর আগে সম্পূর্ণ বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে কাজ করলেও এবারই প্রথম রত্না এ ধরনের চলচ্চিত্রে কাজ করছেন। রত্না আরও বলেন, 'দেখা যাবে বর্তমান সময় থেকে ডাইনোসরের যুগে আমরা চলে গেছি। গল্পের প্রয়োজনে ছবিটিতে অনেক কিছুই সংযোজন করা হয়েছে যা দর্শকের অনেক ভালো লাগবে।'
পরিচালক সায়মন জাহান জানান আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কঙ্বাজারে ছবিটির শুটিং চলবে। দেলোয়ার জাহান ঝন্টু জানান, ছবিটির সঙ্গে প্রযোজনায় সম্পৃক্ত আছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।