এক যুবক অনেক তাড়াহুড়া করে স্টেশনে এসেও রাতের ট্রেন মিস করে। সেই রাতেই তার সঙ্গে দেখা হয় পদ্ম নামের একটি মেয়ের। সে একটু অন্যরকম স্বভাবের। অনেক ভালো গানও গায়। নিজের জীবনের অনেক কাহিনীই সে যুবকটিকে শোনায়। এভাবেই কেটে যায় রাত। পরদিন ভোরে সেই যুবক ট্রেনে করে গন্তব্যে চলে যায়। কিন্তু সেই পদ্মর টানে তাকে আবার আসতে হয় স্টেশনে। পুরো এলাকায় তাকে খুঁজে বেড়ায় সে। অবশেষে দেখাও মিলে যায়। পতিতা হলেও পদ্মকে জীবনসঙ্গিনী করতে চায় সেই যুবক। পদ্ম নামের একজন পতিতার চরিত্রে অভিনয় করেছেন ভাবনা। যুবকের চরিত্রে কাজ করছেন রওনক হাসান। টেলিফিল্মটির নাম 'বনফুল'। পরিচালনায় আনোয়ার হোসেন আলম।