সময় এখন প্রিয়াংকার। একের পর এক বাজিমাত করে চলেছেন তিনি। গত বছর তার গাওয়া 'এক্সাইটিক' গানটি তুমুল হিট। এর পর 'জঞ্জির' ছবির গানগুলোতেও তার পারফরম্যান্স প্রশংসিত। 'পিংকি' নামক আইটেম গানে কাজ করেও আলোচনায়। 'রাম লীলা' ছবিতে তার আইটেম গান 'রাম চাহে লীলা চাহে' গানটির মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হন তিনি। নতুন বছরেও তিনি নতুন গান দিয়ে দর্শক মাতাচ্ছেন। 'গুন্ডে' ছবিতে তার আইটেম গান 'আসসালামে ইশকুম' গানটি মাত্র দুই দিনেই টপচার্টের শীর্ষে রয়েছে। গানটিতে ব্যাপক খোলামেলা হয়ে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। সবমিলিয়ে ফুরফুরে মেজাজে আছেন প্রিয়াংকা।