সদ্য প্রয়াত তুখোড় অভিনেতা খালেদ খানের ৫৭তম জন্মদিন ৯ ফেব্রুয়ারি। এ উপলক্ষে ওইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় 'যুবরাজ জয়ন্তী' পালন করা হবে। এদিন সকাল ৭টায় চারুকলা অনুষদের বকুলতলায় বাঁশির সুরের মাধ্যমে খালেদ খানের জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু হবে। এর পরপরই ধ্রুপদী কলা কেন্দ্রের শিল্পীরা মঞ্চে আসবেন নৃত্য নিয়ে। সকাল সাড়ে ৭টায় খালেদ খান জন্মবার্ষিকী উদযাপন পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখবেন পরিষদের আহ্বায়ক নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। এছাড়া নাগরিক নাট্য সম্প্রদায় এবং পরিবারের পক্ষ থেকে স্মরণ করা হবে প্রয়াত যুবরাজকে। অনুষ্ঠানের শেষ ভাগে থাকছে সংগীতায়োজন।