শুধু অভিনেত্রীই নয়, কারিনা কাপুর মানুষকে নিয়েও ভাবেন। আর তাই ফ্রান্সের সাবেক ফার্স্ট লেডি ভ্যালেরি ট্রিয়েবেলার সঙ্গে মা ও শিশুদের পাশে দাঁড়ানোর বিষয়ে আলোচনা করলেন তিনি। মুম্বাইয়ের বস্তিগুলোতে নিউমোনিয়া, ডায়েরিয়া ও অপুষ্টিতে আক্রান্ত মা ও শিশুদের যত্নআত্তির ওপর গুরুত্বারোপ করেন তারা। প্যারিস থেকে গত সপ্তাহে ভারত সফরে এসেছেন ভ্যালেরি। অপুষ্টি প্রতিরোধে নিবেদিত ফাইট হাঙ্গার ফাউন্ডেশনের পক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন তিনি। এখানে নবাবপত্নী কারিনাও ছিলেন। কারিনা বলেন, 'নিজেকে ভাগ্যবতীও মনে হচ্ছে এ ধরনের উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে। মা ও শিশুদের অপুষ্টি প্রতিরোধে দর্শকদের প্রভাবিত করতে চাই।'