গত মাসে নিউইয়র্কের বিভিন্ন নামিদামি নৈশক্লাবে রীতিমতো ভাড়া করে নিয়ে যাওয়া হচ্ছিল হলিউডের বিতর্কিত অভিনেত্রী লিন্ডসে লোহানকে। বিনিময়ে পাঁচ থেকে ১৫ হাজার ডলার সম্মানীও পেতেন তিনি। কিন্তু ইদানীং দৃশ্যপট পাল্টে গেছে। নিউইয়র্কের নৈশক্লাবগুলোতে লিন্ডসের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। লিন্ডসে ওয়ান ওক নৈশক্লাবে ঢুকতে গিয়ে প্রথম যখন বাধার মুখে পড়েন, তখন নিজেকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না। এ ঘটনা তাকে প্রচণ্ড ধাক্কা দেয়। এরপর আপ অ্যান্ড ডাউন নৈশক্লাবে ঢোকার চেষ্টা করলে একই ঘটনা ঘটে। এভাবে অপমানিত হয়ে সঙ্গে থাকা বন্ধুদের সামনে খুবই বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যান এ প্রবলেম সেলিব্রেটি।