ঢালিউড নায়িকা ময়ূরী 'নিউ সুপার সার্কাস পার্টি' নামের একটি অখ্যাত সার্কাস দলের হয়ে কাজ করছেন। অশ্লীলতার দায়ে সমালোচিত এই নায়িকা বর্তমানে এই সার্কাস দলটির সঙ্গেই যশোরের মধুমেলায় অবস্থান করছেন বলে জানা গেছে। সার্কাস শোতে তাকে আগের মতোই স্বল্প বস্ত্রে অশ্লীল নৃত্যসহ জোকারদের সঙ্গে কৌতুক পরিবেশন করতে দেখা যাচ্ছে।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এ ধরণের খবরের বিরুদ্ধে বক্তব্য এলেও সেগুলো সমন্ধে এখনো নিশ্চিত হওয়া যায়নি।