জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটক 'অয়োময়'র আদলে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক 'পাতালপুরীর রাজকন্যা'। আজ থেকে চ্যানেল আইতে প্রচার শুরু হতে ধারাবাহিকটির। গল্প ভাবনায় ইবনে হাসান খান। রচনা ও পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। অভিনয় করেছেন মূলত শাহেদ শরীফ খান এবং লাঙ্ চ্যানেল আই তারকা তারিন। এই দুজন ব্যতীত বাকি সব অভিনয়শিল্পী নবীন। 'অয়োময়'র মতো এ ধারাবাহিকের প্রধান চরিত্রের নামও মির্জা সাহেব।
গল্পে দেখা যাবে- গ্রামের নাম পাতালপুরী। আর এই পাতালপুরী গ্রামের অবিসংবাদিত মানুষ হলেন মির্জা। যার কাছে গ্রামবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি, হলো শেষ কথা। মির্জা সাহেবের পূর্বপুরুষেরা অতীতে এ অঞ্চলের জমিদার ছিল। বর্তমানে সেই জমিদারি না থাকলেও পাতালপুরী নামক গ্রামের মানুষ মির্জা সাহেবের মুখের যে কোনো কথাকেই আইন হিসেবে মেনে নেয়। নাটকটির শতকরা ৯৯ ভাগ অভিনয় শিল্পী চ্যানেল আইয়ের দর্শকদের থেকে নানা প্রক্রিয়ার মধ্যে বাছাই করে নেয়া হয়েছে।