প্রতি শুক্র ও শনিবার রাত ৯ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে লোকসংগীত নিয়ে রিয়েলিটি শো 'ম্যাজিক বাউলিয়ানা'। আজ থেকে শুরু হচ্ছে এর সিলেকশন রাউন্ড। এ রাউন্ডে বিচারক হিসেবে থাকছেন নাশিদ কামাল, মিল্টন খন্দকার ও আবু বকর সিদ্দিক।
সিলেকশন রাউন্ড থেকে দর্শকদের জন্য থাকছে কুইজ প্রতিযোগিতা। প্রতি পর্বে একটি কুইজ থাকবে। এসএমএস-এর মাধ্যমে কুইজের উত্তর দিয়ে দর্শকরা জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার। দেশব্যাপী অডিশন শেষে ৬০ জনকে মনোনীত করা হয়। সেখান থেকে মূল প্রতিযোগিতার জন্য মনোনীত হন ৪০ জন।