তৌকীর আহমেদের সঙ্গে জুটিবদ্ধ হয়ে প্রথম অভিনয় করলেন ভিট তারকা হাসিন। শাহজাদা মামুনের রচনা ও পরিচালনায় 'অন্তরে তার ডাক পাঠাবো' টেলিফিল্মে তারা দুজন জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। বুধবার টেলিফিল্মের শুটিং শেষ হয়েছে। প্রচার হচ্ছে আজ বেলা ২টা ৪০ মিনিটে চ্যানেল আইতে। তৌকীর বলেন, 'টেলিফিল্মের গল্প অনেক ভালো। মামুন বেশ গুছিয়েই কাজ করেছেন। নতুন হিসেবে হাসিন অনেক ভালো অভিনয় করেছে।' হাসিন বলেন, 'তৌকীর স্যারের অভিনয়ের ভীষণ ভক্ত আমি। তার সঙ্গে কাজ করার সুযোগ পাব এটা ভাবিনি কখনো। তিনি ভীষণ কো-অপারেটিভ একজন শিল্পী। দর্শকের কাছে অনুরোধ থাকবে টেলিফিল্মটি দেখার জন্য।'