ভিন্নরূপে পর্দায় আসছেন শাকিব খান। এলিয়েন চরিত্রে অভিনয় করছেন তিনি। শিশুতোষ চলচ্চিত্র 'টাইম মেশিন'-এ তাকে এ রূপে দেখা যাবে। অবশ্য সায়মন জাহান পরিচালিত ছবিটিতে শাকিব অতিথি চরিত্র হিসেবে উপস্থিত থাকছেন। শাকিব বলেন, 'অনুরোধে কাজটি করছি। পরিচালক সায়মনের বাবা হচ্ছেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। আঙ্কেল বললেন, কাজটি করে দিতে। তাই করছি।'
'টাইম মেশিন' ছবির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার জাহান ঝন্টু, সংগীতায়োজনে আনোয়ার জাহান নান্টু। গত ৩ ফেব্রুয়ারি কঙ্বাজারে এর চিত্রায়ন শুরু হয়েছে।
ছবিটির চার শিশুশিল্পী হলো- মধুমণি, আলভী, ইয়ামিন ও প্রার্থনা।