মরণব্যাধি ক্যান্সারকে পরাস্ত করে এখন পুরোপুরি সুস্থ নেপালি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। অভিনয় শুরু না করলেও সম্প্রতি এক ফটোশুটে অংশ নিয়ে কাজে ফিরলেন ৪৩ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। মনীষার ছবিগুলো তুলেছেন ফ্যাশন ফটোগ্রাফার জাকিয়া। ছবিগুলোর জন্য বেশ আবেদনময়ী ভঙ্গিতেই ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। ছবিগুলোতে সম্পূর্ণ নতুন এক মনীষাকেই খুঁজে পাবেন তার ভক্তরা। নিয়মিত শরীর চর্চার মাধ্যমে দারুণ শারীরিক অবয়বে ফিরেছেন মনীষা। এর পুরো কৃতিত্বই তিনি দিয়েছেন যোগব্যায়াম চর্চাকে। যোগব্যায়ামের একজন বিশ্বস্ত শিক্ষার্থী হিসেবেও নিজেকে দাবি করেছেন মনীষা। পাশাপাশি ধ্যানও করছেন তিনি।