হলিউড অভিনেতা টম ক্রুজের বিরুদ্ধে এক বিলিয়ন ডলারের মামলা করেছেন চিত্রনাট্যকার টিমথি প্যাট্রিক লানাহান। তার মতে তার লেখা 'হেড অন' কাহিনী অনুকরণে নির্মিত হয়েছে টমের জনপ্রিয় ছবি 'মিশন ইম্পসিবল : ঘোস্ট প্রটোকল'। ম্যাকলানাহানের মতে ১৯৯৮ সালে তার লেখা 'হেড অন' গল্পটি অনুকরণ করেই সাজানো হয়েছে কাহিনী। ম্যাকলাহান আমেরিকার কপিরাইট অফিসে তার লেখা চিত্রনাট্যটি জমা দিয়েছিলেন। এরপর 'হেড অন'র স্বত্বের সার্টিফিকেটও পান তিনি। এতে লেখা ছিল, তার অনুমতি ছাড়া কেউ ওই গল্প বা এ কাহিনী ব্যবহার করতে পারবে না। কিন্তু ছবিটি মুক্তির পরই তিনি বুঝতে পারেন তার গল্পের অনুকরণে নির্মিত হয়েছে এটি।