চুটিয়ে প্রেম করার পর এবার হলিউডের অভিনেত্রী অ্যাম্বার হার্ডকেই বিয়ে করছেন 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' ছবির তারকা জনি ডেপ। আর এই বিয়ের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য রক ব্যান্ড দ্য রোলিং স্টোনসকে আমন্ত্রণ জানিয়েছেন ডেপ। দ্য রোলিং স্টোনসের সদস্য কিথ রিচার্ডসকে এ বিষয়ে সব কিছু তিনি জানিয়ে দিয়েছেন বলেও জানা গেছে।
কিথ রিচার্ডস বলেন, 'বিয়ের মূল অনুষ্ঠানের আগেই স্টেজে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ডেপ। ডেপ চান, আমাদের সব সদস্যই ওই অনুষ্ঠানে গান গাইবে।'
গত বছরের ডিসেম্বরে প্রেমিকা অ্যাম্বার হার্ডকে বিয়ের প্রস্তাব দেন জনি ডেপ। তবে বিয়ের অনুষ্ঠান কবে অনুষ্ঠিত হবে, তা এখনো নিশ্চিত করে জানা যায়নি।