মোশাররফ করিম এবং জুঁই করিম ব্যক্তিজীবনে স্বামী-স্ত্রী। বিতর্কহীন সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন তারা। কিন্তু কিছুদিনের জন্য তারা স্বামী-স্ত্রী থেকে প্রেমিক-প্রেমিকা হয়ে গেলেন। সেটা বাস্তব জীবনে অবশ্য নয়, নাটকে। রেজওয়ান খানের রচনা ও আশিষ রায়ের পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে ধারাবাহিক নাটক 'সূর্যগ্রহণ'। এতে মোশাররফ করিমের প্রেমিকা চরিত্রে দেখা যাবে স্ত্রী জুঁইকে। তাদের সঙ্গে আরও অভিনয় করবেন রাইসুল ইসলাম আসাদ, আহসানুল হক ইনু, তন্দ্রা, তানভীর, লিপি প্রমুখ। ধারাবাহিকটি নির্মিত হচ্ছে পারিবারিক গল্প নিয়ে। নাটকে মোশাররফ বড়লোক বাবার একমাত্র ছেলে। কিন্তু তার সৎ মা তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করেন। এদিকে জুঁইয়ের বাবা নেই। অনেক কষ্টে সংসার চালান। টাকার অভাবে লেখাপড়া বন্ধ হয়ে যাবে শুনে মোশাররফ সাহায্য করে জুঁইকে। কিন্তু জুঁইয়ের মা এটা মানতে নারাজ। এসব নিয়েই নাটকের কাহিনী তৈরি হয়েছে। নাটকটি প্রসঙ্গে জুঁই বলেন, এ নাটকে আমার চরিত্রের নাম মিলি। এখানে আমি অনেক শান্ত স্বভাবের। বাবা নেই তাই পৃথিবী বলতে মাকেই বুঝি। নাটকে প্রেমিক হিসেবে মোশাররফ আমাকে অনেক সাহায্য করলেও একটা সময় তার সঙ্গে আমাকে মিশতে দেয় না আমার মা।' চলতি মাসেই উত্তরার বিভিন্ন লোকেশনে ধারাবাহিকটির শুটিং শুরু হবে।