বিষয়ভিত্তিক ১০০টি গান তৈরিতে হাত দিয়েছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এরই মধ্যে ৩৫টির বেশি তৈরিও করে ফেলেছেন। আহমেদ ইমতিয়াজ বুলবুল বলেন, 'আমাদের আশপাশে প্রতিদিন এমন অনেক ঘটনা ঘটে, যেগুলো মেনে নেওয়া কঠিন। আবার কিছু বিষয় থাকে, যেগুলো নিয়ে আমাদের ভাবা উচিত, আরও সচেতন হওয়া উচিত। তেমন কিছু বিষয় নিয়েই আমরা গানগুলো তৈরি করছি। কোনোরকম বাণিজ্যিক ভাবনা থেকে নয়, বরং সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ।'
তিনি জানান, এই প্রকল্পের সব গানের কথা লিখছেন মাহবুব এ খালেদ। বছরখানেক আগে দুজন মিলে কাজটি ধরেছেন। এখন পর্যন্ত যে গানগুলো তৈরি হয়েছে, সেগুলোতে উঠে এসেছে ফেলানী, আদুরী, শ্রমিক অসন্তোষসহ নানা বিষয়। কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, রোমানা ইসলাম, দিনাত জাহান মুন্নী, মৌটুসী, কণা, খেয়া, রাজীব, কিশোর, সাবি্বর, রন্টি দাস, জান্নাত, রাফসান প্রমুখ।