লেট নাইট কফিতে ফারুকী
আরটিভিতে শুরু হচ্ছে সেলিব্রেটিদের নিয়ে লাইভ টিপস অ্যান্ড ফান বিষয়ক অনুষ্ঠান লেট নাইট কফি। অনুষ্ঠানে প্রথম পর্বে অতিথি হয়ে আসছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
লেট নাইট শো অনুষ্ঠানটি মূলত রাতজাগা দর্শকদের জন্য। যারা রাতের আলোয় নিজেদের সমস্যার জন্য সমাধান খোঁজেন। দিন বদলাচ্ছে। বদলাচ্ছে মানুষের মন-মানসিকতা। আগে যেখানে বিয়ের আগমূহুর্ত পর্যন্ত বর-কনের কারও সঙ্গে দেখা হতো না, এখন সেখানে একে অন্যকে ভালোভাবে দেখে শুনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আর বেশিরভাগ ক্ষেত্রে তো বিয়ের আগেই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেন। আর এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার সময় ঘটে নানারকম মজার সব ঘটনা।
ঘাসফুল
একুশে টেলিভিশনে আজ প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক 'ঘাসফুল'। অঞ্জন আইচের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় ধারাবাহিক নাটক 'ঘাসফুল' এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তফা, জয়ন্ত চট্টোপধ্যায়, সাদিয়া ইসলাম মৌ, আজাদ আবুল কালাম, তানিয়া আহমেদ, শশী, নিশো, মাজনুন মিজানসহ অনেকে। নাটকটি প্রতি শুক্র এবং শনিবার রাত ৯টা ৩০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হয়।
চন্দ্রাবতী
আজ রাত ৮টা ৩০ মিনিটে চ্যানেল নাইনে প্রচার হবে ধারাবাহিক নাটক 'চন্দ্রাবতী'। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায়
অঞ্জন আইচ এবং অভিনয়ে জয়ন্ত চট্টোপাধ্যায়, হাসান ইমাম, সুর্বণা মুস্তফা, বন্যা মির্জা, তিশা, আফরান নিশো, ফারুক আহমেদ, সাবেরী আলম, শাহেদ শরীফ খান, মাজনুন মিজান, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, রাজিব সালেহীন, হিমে হাফিজ, টুটুল চৌধুরী, হেলাল, ইকবাল হোসেন, মোস্তাকিন ইমন, মনিরাজ, ইভা প্রমুখ।
হৃদয়ে মাটি ও মানুষ
প্রাচীন কালে এদেশে কৃষক পর্যায়ে আখ জ্বাল দিয়ে বিশেষ কৌশলে লালচিনি তৈরির একটি রেওয়াজ চালু ছিল। যে ঐতিহ্য এখনো টিকে আছে ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার গ্রামে গ্রামে। শীত মৌসুমে ওই উপজেলার শতাধিক স্থানে বসে লালচিনি তৈরির খোলা। চ্যানেল আই-এর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানের আজকের পর্বে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ দর্শকদের নিয়ে যাবেন লালচিনি উৎপাদনের সরেজমিন চিত্র দেখাতে। চ্যানেল আইতে হৃদয়ে মাটি ও মানুষ প্রচার হয় প্রতি শনিবার রাত ৯টা ৩৫ মিনিটে ও রবিবার বেলা সাড়ে ১১টায়। অনুষ্ঠানটি পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করছেন শাইখ সিরাজ।
রবি রক অ্যান্ড রিদম
এটিএন বাংলায় রাত ৮টায় সরাসরি সম্প্রচার হবে লাইভ মিউজিক্যাল শো 'রবি রক ্ রিদম'। বসুন্ধরাস্থ এটিএন বাংলার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি। ইভা রহমানের পরিচালনায় গতানুগতিক ধারার বাইরে ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির সঞ্চালনায় রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার এস আই টুটুল। গানের ফাঁকে ফাঁকে উপস্থাপক অতিথির সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন। আলোচনায় উঠে আসবে শিল্পীর সংগীত জীবনের নানা অজানা কথা, জনপ্রিয় গান ও সুর সৃষ্টির পেছনের কথা। অনুষ্ঠানের আজকের পর্বে অতিথি হিসেবে থাকবেন ব্যান্ডদল পেন্টাগন। অতিথির সঙ্গে আলাপচারিতার ফাঁকে নিজের গাওয়া জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবেন শিল্পী।
অনুষ্ঠানে এসএমএস, ই-মেইল এবং ফেইস বুকের মাধ্যমে দর্শকরা অনুষ্ঠানে আগত শিল্পীর কাছে তাদের পছন্দের গানের অনুরোধ পাঠাতে পারবেন। অনুষ্ঠান চলাকালে অতিথি শিল্পী দর্শকদের অনুরোধের গান পরিবেশনের পাশাপশি তার পছন্দের কয়েকজনকে স্টুডিও থেকে ফোনে সরাসরি কথা বলবেন।
আমার আমি'তে
বালাম-সাদিয়া
আমার আমি'তে আজকের পর্বে অতিথি সংগীতশিল্পী বালাম ও তার স্ত্রী সাগুফতা ফারুক সাদিয়া। অনুষ্ঠানে তারা কথা বলেছেন দাম্পত্য জীবনের বিভিন্ন বিষয় নিয়ে। এ ছাড়া আরও বলেছেন ব্যক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা।
রুমানা মালিক মুনমুনের উপস্থাপনায় 'আমার আমি'র এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে রাত ৯টা ৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।
ট্রাভেলারস স্টোরি
আজ রাত নয়টা ১০ মিনিটে চ্যানেল নাইনে প্রচার হবে ট্রাভেল শো 'ট্রাভেলারস স্টোরি'। শাহরিয়ার শাকিলের পরিচালনায় এই ট্রাভেল শোতে দর্শক দেখতে পাবেন স্টার ক্রুজ সুপারস্টার ভারগো, সিঙ্গাপুরের রিসোর্ট ওয়ার্ল্ড সেনতসার ইউনিভার্সাল স্টুডিওসহ আরও নানা অ্যাট্রাকশন। সুপারস্টার ভারগোতে করে ট্রাভেলারস স্টোরি ঘুরে বেরিয়েছে সিঙ্গাপুর থেকে থাইল্যান্ড এর ফুকেট, মালয়েশিয়ার লাংকাউই।
দ্য ট্রাফিক সিগন্যাল
চ্যানেল আইতে সন্ধ্যা ৬.২০ মিনিটে প্রচার হবে দ্য ট্রাফিক সিগন্যাল। অনুষ্ঠানে অন্যান্য প্রতিবেদনের পাশাপাশি দেখানো হবে সড়ক দুর্ঘটনায় অকাল জীবনাবসান নিয়ে বিশেষ প্রতিবেদন। অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন ইবনে হাসান খান। সম্পাদনা ও পরিচালনা করছেন এ কে আজাদ।
অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে যাদের আত্দদান ও জীবনের বিনিময়ে সুন্দর এ দেশ এবং নীল-সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।