বাংলাদেশের শক্তিমান অভিনেতাদের মধ্যে অন্যতম খালেদ খান। গত ২০ ডিসেম্বর জীবনের মায়া ত্যাগ করেন তিনি। দেড় বছর আগে সর্বশেষ একটি একক নাটকে অভিনয় করেছিলেন তিনি। নাটকের নাম 'স্বপ্ন মৃত্যু ভালোবাসা'। আজ রাত ৯টায় এনটিভিতে প্রচার হবে নাটকটি। আলভি আহমেদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মোস্তাফিজ শাহীন। নাটকে খালেদ খান ডাকসাইটে ব্যারিস্টারের চরিত্রে অভিনয় করেছেন। আরও আছেন আরমান পারভেজ মুরাদ, শাহাদাৎ হোসেন, রুনা খান প্রমুখ। পরিচালক জানান, 'যুবদা [খালেদ খান] অসাধারণ অভিনেতা। এ নাটকেও তিনি তা দেখিয়ে গেছেন। এটিই তার শেষ নাটক। যুবদার ভক্তরা উপভোগ করবেন আশা করি।'