ভারতের কিংবদন্তি কুস্তিগির গ্রেট গামার জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন পারমিত শেঠি। আর এ চরিত্রে অভিনয় করছেন জন আব্রাহাম। জনের প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে। তবে ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি। নির্মাতা বলেন, 'জন বরাবরই প্রযোজনার জন্য ভালো ছবিকে প্রাধান্য দিয়ে থাকেন। আর এ কারণে আমি গেট গামার বায়োপিকটি তার প্রযোজনায় নির্মাণ করতে চাইছি।'
চলতি বছরের শেষ নাগাদ ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে। উত্তর ভারতেই মূলত শুটিং সম্পন্ন হবে।
জন বলেন, 'সত্যি বলতে, আমি ভয়ে আছি। এমন একজন গ্রেট ম্যানের চরিত্রে অভিনয় সত্যিই কষ্টের। আমি চেষ্টা করব সর্বোচ্চ।'