অভিনয়শিল্পী ফারজানা ছবি টিভি পর্দায় বহু নাটক-টেলিফিল্মে অন্যের গানে ঠোঁট মিলিয়েছেন। তবে গুনগুন করে গাইতে জানেন তিনি তা একান্তই শখে। শখ থেকেই শঙ্খচূড় নাটক এবং ভালোবাসি কত ভালোবাসি না তো টেলিছবিতে স্বকণ্ঠে গানও করেছেন। তবে এবার নাটক-টেলিফিল্মে নয়, পুরোপুরি গায়িকা হিসেবে একটি মিঙ্ড অ্যালবামে গাইলেন ছবি। অ্যালবামের নাম উদাহরণ। বৃষ্টিময় এই শেষ বিকেল, তোমার আমার জন্য/ হঠাৎ করে আনল বয়ে, সুখের কিছু লগ্ন- এ রকম কথার গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। ডুয়েট গানটিতে ছবির সঙ্গে গেয়েছেন সুরকার ও সংগীতশিল্পী লুৎফর হাসান। সম্প্রতি শান্তিনগরের অয়ন'স হোম অর্কেস্ট্রা স্টুডিওতে গানটির রেকর্ডিং শেষ হয়েছে। অ্যালবামটির কম্পোজিশন করেছেন অয়ন চাকলাদার। শীঘ্রই এটি প্রকাশিত হবে। ছবি বলেন, 'বোনের কাছেই আমার গানের হাতেখড়ি। অভিনয়ে ব্যস্ততার কারণেই গানে খুব একটা মনোযোগ দিতে পারি না। অভিনয়ের পাশাপাশি ভিন্ন কিছু করতে ভালোই লাগে। গানটির কথা খুবই সুন্দর। লুৎফর ভাইয়ের সুরও অনেক ভালো লেগেছে।'