রিয়াজ এবং আমিন খান, দুজনই জনপ্রিয় নায়ক। যদিও ২০০৮ সালের পর থেকে রিয়াজকে নিয়মিতভাবে আর বড় পর্দায় পাওয়া যায়নি কিন্তু আমিন খান এখনো ছোট ও বড় পর্দায় নায়ক হিসেবেই কাজ করছেন। কিন্তু এবার ঘটল অন্যরকম ঘটনা। আগে বেশ কয়েকটি চলচ্চিত্রে রিয়াজ ও আমিন একসঙ্গে নায়ক চরিত্রে থাকলেও এবার 'লোভে পাপ পাপে মৃত্যু' চলচ্চিত্রে রিয়াজ নায়ক হলেও আমিন খানকে দর্শক দেখতে পাবে ভিলেন চরিত্রে। সোহানুর রহমান সোহান পরিচালিত চলচ্চিত্রটি মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি। এই চলচ্চিত্রে আরেক চমক হচ্ছে দীর্ঘদিন পর দর্শক বড় পর্দায় রিয়াজ-পূর্ণিমাকে আবার জুটি হিসেবে পাচ্ছে। আমিন খান বলেন, 'আমি এতে ভিলেন হলেও সাধারণভাবে ভিলেনদের যে রকম মারকুটে চরিত্রে দেখা যায় এখানে ঠিক সে রকম নয়। সহজ ভাষায় বলতে পারি অ্যান্টিহিরো। দর্শক আমার চরিত্রটি দেখে বেশ মজা পাবে।' রিয়াজ বলেন, দীর্ঘদিন আগে কাজ করেছিলাম 'লোভে পাপ পাপে মৃত্যু' ছবিতে। এ ছাড়া 'আকাশছোঁয়া ভালোবাসা'র পর পূর্ণিমার সঙ্গে দর্শক দীর্ঘদিন পর আবার আমাকে দেখতে পাবে।