বাংলাদেশে প্রথমবারের মতো টম হ্যাঙ্কসের ছবি মুক্তি পেয়েছে। শুক্রবার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পায় টম হ্যাঙ্কস অভিনীত ছবি 'সেভিং মিস্টার ব্যাঙ্কস'। ১৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া এ ছবি শুধু টমভক্তদেরই মুগ্ধ করেনি, তুমুল প্রশংসা অর্জন করেছে কট্টর সমালোচকদের কাছ থেকেও। বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা ওয়াল্ট ডিজনির অন্তঃকথা নিয়ে ছবিটি পরিচালনা করেছেন জন লি হ্যানকক। এতে ওয়াল্ট ডিজনির ভূমিকায় অভিনয় করেছেন টম হ্যাঙ্কস। ছবিতে টম হ্যাঙ্কসের পাশাপাশি এমা থম্পসন অনবদ্য অভিনয়ের জন্য প্রশংসা কুড়ান। পত্রিকার রিভিউতে অভিনয়ের কথা উঠে এসেছে দারুণভাবে।