শীঘ্রই আসছে শিল্পী সুলতান মাহমুদের নতুন মিউজিক ফিল্ম আমার একজীবন। জহির খানের পরিচালনায় মিউজিক ফিল্মটিতে মডেল হয়েছেন মেহজাবিন মেহা এবং নবাগত জারদিম। এর আগে জারদিম কোনো মিউজিক ফিল্মে অভিনয় করেননি। তাই পরিচালক জহির খান জারদিমকে পছন্দ করেন। জারদিম বলেন, আশা করি দর্শক কাজটা পছন্দ করবেন। আমি ভালো কাজটা দেওয়ার চেষ্টা করেছি । ইতোমধ্যেই ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে মিউজিক ফিল্মটির শুটিং সম্পন্ন হয়েছে। সুলতান মাহমুদের প্রথম অ্যালবাম অচেনা ভালোবাসার গান এটি। গানটি লিখেছেন জুলফিকার আলী জুয়েল। সংগীত সুমন কল্যাণ এবং সুর করেছেন ফারুক সুমন।
পরিচালক জহির খান বলেন, আমি চেষ্টা করেছি ভালো করার জন্য। আশা করি দর্শকদের ভালো লাগবে। কিছুদিনের মধেই দর্শক ফিল্মটি বিভিন্ন টিভি চ্যানেলে দেখতে পাবেন।