সম্প্রতি কলম্বিয়ান পপস্টার শাকিরা ও রিহানার অংশগ্রহণে মিউজিক ভিডিও 'ক্যাননট রিমেম্বার টু ফরগেট ইউ'র দৃশ্যে নারী সমকামিতায় উৎসাহ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। কলম্বিয়ান কাউন্সিলম্যান মার্কো ফিডেল রামিরেজ সম্প্রতি এ অভিযোগ করেছেন। কলম্বিয়ান সেই কাউন্সিলম্যান এ অভিযোগটি সে দেশের জাতীয় টেলিভিশন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
তিনি এ অভিযোগে মিউজিক ভিডিওর ক্লিপটি জাতীয় চ্যানেলগুলোতে প্রচার নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।
তিনি অভিযোগ করেছেন, এটি লেসবিয়ানিজম ও অনৈতিকতায় উৎসাহ দিচ্ছে। রিহানার সঙ্গে বিশেষ সংক্ষিপ্ত পোশাকে এবং কিছু অংশে ঊধর্্বাঙ্গ বিবসনা অবস্থায় অংশ নিয়েছেন।