বর্তমানে ব্যস্ততা কী নিয়ে?
অভিনয়ের পাশাপাশি বর্তমানে আমার আর স্ত্রীর সময় কাটছে মেয়ের পড়াশোনা নিয়ে। সামনে তার পরীক্ষা। আমার মনে হয় এখন তাকে সময় দেওয়া দরকার। তাই মেয়েকে সময় দিচ্ছি।
'কইন্যা রূপবতী' ধারাবাহিকটি সম্পর্কে বলুন।
গ্রামের হতদরিদ্র কৃষক মজিদ ঘরনির দুই কন্যা আলো ও ছায়া। আলো খুবই সুন্দরী। অন্যদিকে ছায়া কালো এবং কুৎসিত। এ দুই মেয়ের জীবন সংগ্রামকে ঘিরেই ধারাবাহিকটির গল্প। এটি এখন প্রচার হচ্ছে। ভালো সাড়া পাচ্ছি।
আপনার অভিনীত ধারাবাহিকগুলো কী কী?
বিভিন্ন টেলিভিশনে আমার ৫-৭টি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে- ঘাস ফরিণের গান, রূপকথা, তালবেতাল, চোরাগলি, কইন্যা রূপবতী, 'সকাল-সন্ধ্যা-রাত' প্রভৃতি। সকাল-সন্ধ্যা-রাত নাটকটি পরিচালনার পাশাপাশি আমি অভিনয়ও করেছি। নাটকে পারিবারিক জীবনের টানাপড়েন, আবেগ-অনুভূতি ভিন্ন আঙ্গিকে তুলে ধরা হয়েছে। এতে আমি একজন অবিবাহিত তরুণের ভূমিকায় অভিনয় করেছি।
নতুন কোনো নাটক পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন?
আপাতত নেইনি। 'সকাল-সন্ধ্যা-রাত' ধারাবাহিকটির আরও কয়েক পর্বের শুটিং বাকি আছে। সেটা শেষ হলেই নতুন ধারাবাহিক নিয়ে পরিকল্পনা করব।
অভিনয় নাকি নির্মাণ- কোনটা বেশি উপভোগ্য?
দুটোই। তবে আমি অভিনয়ের মানুষ। রক্তের সঙ্গে মিশে গেছে অভিনয়। তাই অভিনয়ই বেশি আপন মনে হয়। কিন্তু নির্মাণ করে খারাপ লাগে না। নিজের মন মতো কিছু কাজ করা যায়।
প্রায় তিন দশক ধরে নিয়মিত টিভি নাটকে অভিনয় করছেন। নাটকের মান দিন দিন কমছে কেন?
চাহিদা যত বেশি হয়, মূল্যমান তত কমে যায়। অধিকসংখ্যক চ্যানেলের কারণে বেশি বেশি নাটক নির্মাণ হচ্ছে। এ কারণেই নাটকের মান আগের চেয়ে কিছুটা কমে গেছে। তা সত্ত্বেও প্রতিটি চ্যানেলে নাটকের প্রাধান্যই বেশি। আমি এটাকে পজিটিভ চোখেই দেখি।
আবারও মঞ্চে ফিরার ইচ্ছা আছে?
অভিনয় ও সাংসারিক ব্যস্ততার কারণেই আর মঞ্চ নাটকে অভিনয় করা হয়ে উঠেনি। মঞ্চকে প্রতিমূহূর্তে যেন মিস করছি। তাই আবারও মঞ্চে ফেরার ইচ্ছা আছে।
- আলী আফতাব