‘কেবিসি’ শুরু হলে সঞ্চালকের চেয়ারে ফের বিগ বি অমিতাভ-ই বসবেন এতে কোনো দ্বিমত নেই। তবে তার আগেই টিভির পর্দায় আসছেন তিনি। নতুন কোনো রিয়্যালিটি শো বা গেম শো নয়, বরং এবার একটি টিভি ধারাবাহিকে দেখা যাবে অমিতাভকে। ধারাবাহিকটির নাম ‘যুদ্ধ'। অনুরাগ কাশ্যপ ও সুজিত সরকারের পরিচালনায় তৈরি হচ্ছে এটি।
তবে ধারাবাহিকটি একেবারেই সর্ম্পকের টানাপোড়েন কিংবা সাংসারিক গল্প নয়। এটি ক্রাইম থ্রিলারের ঢংয়েই তৈরি হচ্ছে। প্রত্যেকটি গল্পের সূত্রধর হবেন বিগবি।