ভারতীয় বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী আবার বাংলাদেশের ছবিতে অভিনয় করেছেন। স্বপন আহমেদ পরিচালিত 'পরবাসিনী' ছবিতে দেখা যাবে তাকে। এতে একজন প্রত্নতত্ত্ব গবেষকের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
'পরবাসিনী'র শুটিংয়ের কাজে স্বপন আহমেদ বর্তমানে ভারতে অবস্থান করছেন। ছবি সম্পর্কে মুঠোফোনে তিনি প্রতিদিনকে বলেন ' পরবাসিনীই হতে যাচ্ছে দেশের প্রথম কল্পবিজ্ঞানধর্মী ছবি। এতে সব্যসাচী চক্রবর্তীকে পেয়ে আমি খুব খুশি।
সব্যসাচীর পাশাপাশি কলকাতার আরেক অভিনেত্রী জুন মালিয়াও এতে অভিনয় করেছেন। অন্য শিল্পীরা হলেন ইমন, নিরব, মেহজাবিন, অপ্সরা, কাজী উজ্জ্বল, সোহেল খান, চাষী প্রমুখ।
চলতি বছরের অক্টোবরে প্রথমে লন্ডনে এবং পরে বাংলাদেশ ও ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে 'পরবাসিনী। ছবিটির গল্পে দেখা যাবে, সব্যসাচী ২১১৫ সালের প্রেক্ষাপটে ঢাকায় গবেষণা করতে আসেন। তখনই ভিনগ্রহের প্রাণীরা আক্রমণ চালায়।'