অ-এর গল্প
বাসগৃহে পলাতক খুনি আগন্তুকের আগমনে প্রকাশক দম্পতির জিম্মি হওয়ার গল্প নিয়ে আজকের 'অ'এর গল্প বাসগৃহে পলাতক খুনি আগন্তুকের আগমনে প্রকাশক দম্পতির জিম্মি হওয়ার গল্প নিয়ে আজকের 'অ'এর গল্প। অপরাধ, অলৌকিক, অন্ধকার বিষয়ক এই ধারাবাহিক নাটকটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ০৫ মিনিটে। শামীম শাহেদ-এর উপস্থাপনায় নাটকটি পরিচালনা করেছেন তানভীর হোসেন প্রবাল। এই পর্বটিতে অভিনয় করেছেন শাকিল আহমেদ, শাহানা সুমি, আরিফ হোসেন আপেল প্রমুখ। আমাদের চারপাশের অপরাধের বাস্তব ঘটনা নিয়ে এ ধারাবাহিকটি নির্মিত হচ্ছে।
'মিউজিক ক্লাব' নকশিকাঁথা
বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট 'মিউজিক ক্লাব'-এ আজকের অতিথি লোকগানের দল নকশিকাঁথা। সরাসরি সম্প্র্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথির সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।
গানের পাশাপাশি তারা কথা বলবেন তাদের সংগীতজীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। 'মিউজিক ক্লাব'-এর এই পর্বটি বাংলাভিশনে সম্প্রচারিত হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব।
ক্রাইম ফিকশন
বাংলাদেশের বিভিন্ন চাঞ্চল্যকর-আলোচিত এবং মর্মস্পর্শী হত্যাকাণ্ড, ধর্ষণ, গুম, অপহরণ, প্রতারণা ও ডাকাতির নেপথ্য কাহিনী নিয়ে এই প্রথম বাংলাদেশি কোনো বেসরকারি টেলিভিশন চ্যানেলের জন্য নির্মিত এক ঘণ্টা ব্যাপ্তির পূর্ণাঙ্গ খণ্ডনাটক। ভিন্ন ভিন্ন গল্প নিয়ে সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে নাটক 'ক্রাইম ফিকশন'। এই নাটকের মূল বৈশিষ্ট হচ্ছে নাটকের প্রতিটি মুহূর্তে রয়েছে নাটকীয়তায় ভরপুর যা দর্শক ধরে রাখতে সক্ষম হবে। লিসানুল হক খান তারেকের নাট্যরূপ ও প্রযোজনায় ব্যতিক্রমী এই ধারাবাহিক নাটকটি সপ্তাহের আজ রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে।
টক্কোনাথ
এনটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক 'টক্কোনাথ'। নাটকটি প্রতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার প্রচার হচ্ছে। ওয়াহিদ আনামের রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- এটিএম শামসুজ্জামান, হাসান মাসুদ, মৌসুমী হামিদ, সিদ্দিক, আরফান, ম ম মোর্শেদ, শবনম পারভীন, শামীমা নাজনীন, খান মোহম্মদ ইউসুফ প্রমুখ। 'চামারু কামারু দুই ভাই। ছোটবেলা থেকেই তারা নানা ধরনের চুরি বাটপারি ও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। ঢাকায় এক উঁচু পর্যায়ের নেতার বাসায় চুরি করার পর পুলিশ প্রশাসন তাদের ওপর ভীষণ ক্ষিপ্ত হয়।
শেষ সংলাপ
আজ সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির এঙ্পেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে সময় নাট্যদলের জনপ্রিয় নাটক 'শেষ সংলাপ'। 'সময়' এর ২৯তম এই প্রযোজনাটির ৫৯তম প্রদর্শনী হবে কাল। মিসরের নাট্যকার তাওফিক-আল-হাকিমের 'সুলতানুজ জান্নাম' অবলম্বনে 'শেষ সংলাপ' নাটকটি যৌথভাবে অনুবাদ করেছেন ড. সৈয়দ জামিল আহমেদ ও ম. সাইফুল আলম চৌধুরী এবং নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। 'শেষ সংলাপ' নাটকের পোস্টার ডিজাইন করেছেন শিল্পী ঢালী আল মামুন, মঞ্চ পরিকল্পনায় ফয়েজ জহির, সংগীত পরিকল্পনায় কমল খালিদ, পোশাক পরিকল্পনায় আমিনুর রহমান মুকুল এবং আলোক পরিকল্পনা করেছেন আলমগীর হোসেন।
'নীল পায়রার গান'
আজ একুশে টেলিভিশনে বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে নজরুল সংগীতের বিশেষ অনুষ্ঠান 'নীল পায়রার গান'। ফাতেমা-তুজ জোহরার উপস্থাপনায় গানের এই বৈঠকী আসরে আজ সংগীত পরিবেশন করবেন ইউসুফ আহমেদ খান ও উম্মে জহুরা হক। অনুষ্ঠানটি সম্পর্কে ফাতেমা-তুজ জোহরা জানান, 'নজরুলের বিশাল সংগীত ভাণ্ডার থেকে এ প্রজন্মের শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে এই বৈঠকী গানের আসর 'নীল পায়রার গান'। আর এ প্রজন্মের শিল্পীরাও খুবই দরদ দিয়ে প্রতিটি পর্বেই গাইছে নজরুলের গানগুলো।'
মাগো তোমার জন্য'
এটিএন বাংলায় আজ রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'মাগো তোমার জন্য'। প্রসূন রহমানের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। অভিনয় করেছেন ডলি জহুর, তানভিন সুইটি, রুনা খান, নোভা ফিরোজ, অর্ষা, মিতা নূর, দিহান, তমালিকা কর্মকার, ভাবনা, মীর সাবি্বর, ফজলুর রহমান বাবু, সাঈদ বাবু, মাজনুন মিজান, সিদ্দিক, বাবর, ফারুক আহমেদ, অলিউল হক রুমি, শর্মি মালা, শামীমসহ বেশ কয়েকজন আরব ভাষাভাষী অভিনেতা ও এশিয়ার নানা দেশের অসংখ্য শ্রমিক। পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব, বেকারত্ব ও হতাশা থেকে মুক্তি, সংসারে স্বাচ্ছন্দ্য আনা, একটু বাড়তি আয়ের স্বপ্ন। এমনি চলে নাটকের গল্প।