পরিচালক প্রভু দেবার নতুন ছবি 'সিং ইজ ব্লিং'-এর খবর ইতোমধ্যে অনেকেরই জানা হয়ে গেছে। কিন্তু ছবিটিতে কারা অভিনয় করবেন সেটা চূড়ান্ত হয়নি। অবশ্য অক্ষয় কুমারের নাম শোনা যাচ্ছিল। এবার জানা গেল নায়িকার খবর। 'সিং ইজ ব্লিং' ছবিতে অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধতে আসছেন কারিনা কাপুর।
অক্ষয়-কারিনাকে শেষ দেখা গিয়েছিল 'কমবক্ত ইশক' ছবিতে। ছবিটি বক্স অফিস মাতাতে না পারলেও এই জুটি প্রশংসা পেয়েছিল দর্শকদের। আর দর্শকদের কথা ভেবেই প্রভু ফের জুটিবদ্ধ করতে চলেছেন কারিনা-অক্ষয়কে।
প্রভু দেবা জানিয়েছেন, কারিনার সঙ্গে কথা হয়েছে। চিত্রনাট্য পড়ছেন তিনি। আশা করি তার ভালো লাগবে।
সবকিছু ঠিকঠাক চললে 'সিং ইজ ব্লিং' ছবিটির শ্যুটিং শুরু হবে আগস্ট মাস থেকে। অ্যাকশনধর্মী এই ছবিতে নায়িকাকেও নাকি জমিয়ে অ্যাকশন করতে দেখা যাবে।