বচ্চন দম্পতির বৈবাহিক জীবনের একচল্লিশ বছর পূর্ণ হলো। এতোগুলো বছরে তাদের সর্ম্পকে একটুও চিড় ধরেছে এমনটা শোনা যায়নি। কিন্তু এবারই প্রথম এই দম্পতি বিবাহবার্ষিকীর দিনে আলাদা রয়েছেন।
জয়া বচ্চন ব্যস্ত নিজের প্রোডাকশন হাউজের কাজে। আর বিগবিও ব্যস্ত বহু ছবির শ্যুটিংয়ে। নিজেদের কাজের চাপেই আপাতত বিবাহ বার্ষিকী একেবারে ফিকে বচ্চন পরিবারে। তবে ট্যুইট করে শুভেচ্ছা জানাতে ভোলেননি কেউই।
অমিতাভ ট্যুইট করে জানিয়েছেন, 'দূরে থাকলে কী হবে? মনটা তো কাছে আছে। যতদিন মন কাছাকাছি থাকবে ততদিনই সর্ম্পক থাকবে ঠিক। জয়াকে শুভেচ্ছা জানাই ৪১ বছর ধরে আমাকে সহ্য করার জন্য।'