বলা যায় কয়েক বছর ধরে ঝুলে আছে কারিশমা-সঞ্জয়ের বিবাহ বিচ্ছেদের ঘটনাটি। আদালতের সম্মতিতে অনেকদিন ধরে তারা সেপারেশনে ছিলেন। কিছুদিন আগে শোনা যাচ্ছিল সঞ্জয় নাকি দুই সন্তানকে ফিরে পেতে চান। সেই মতো আদালতের কাছে অনুমতিও চেয়েছিলেন তিনি। তবে কারিশমা সন্তানদের কাছ ছাড়া করতে কোনোভাবেই রাজি নন।
অবশেষে গতকাল মঙ্গলবার বান্দ্রা আদালতের নির্দেশ মেনে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটে কারিশমা কাপুর ও সঞ্জয় কাপুরের। এ সময় কারিশমার সঙ্গে বান্দ্রা কোর্টে হাজির ছিলেন বোন কারিনা কাপুর ও ভগ্নিপতি সাইফ আলি খান।
জানা গেছে, আদালতের নির্দেশে দুই সন্তান কারিশমার কাছেই থাকবে। তবে ইচ্ছা করলে সঞ্জয় দেখা করতে পারেন তাদের সঙ্গে।