গত বছর দীপিকার ঝুলিতে ছিল বলিউডের সব কটি হিটছবি। চাহিদা একেবারে তুঙ্গে। তার বাড়ির সামনে প্রযোজকদের লম্বা লাইন। তাই এটাই তো সঠিক সময় নিজের পারিশ্রমিক বাড়ানোর। আর দীপিকাও এর সুযোগ নিলেন। টুক করে প্রায় দ্বিগুণ বাড়িয়ে নিলেন নিজের পারিশ্রমিক। আর গোটা ব্যাপারটিই ঘটল ‘বাজিরাও মস্তানি’ ছবির জন্য।
করণের ‘শুদ্ধি’কে নাকচ করে সঞ্জয়লীলা বনশালির ‘বাজিরাও মস্তানি’ ছবিতে সই করে ফেললেন দীপিকা। জানা যায়, এই ছবিতে অভিনয়ের জন্য দীপিকা পারিশ্রমিক হাঁকিয়েছেন ৮ কোটি টাকা। সঞ্জয়লীলাও দীপিকাকে এই টাকা দিতে পুরোপুরি রাজি। আরো জানা যায়, হ্যানত্যান প্রকরণে করণের ‘শুদ্ধি’ থেকে দীপিকাকে বার করে আনাই ছিল সঞ্জয়ের মূল লক্ষ্য। আর তার জন্য ৮ কোটি টাকা গুনতে হল প্রযোজক-পরিচালক সঞ্জয়কে।