কেমন আছেন?
ভালো আছি। আর আমরা যদি ভালো না থাকি তাহলে দর্শক-শ্রোতাদের কি করে ভালো রাখব।
নতুন কাজের কি খবর?
নতুন চারটি গানের কাজ শুরু করেছি। গানগুলো সংগীতায়োজন করছেন ইবরার টিপু আর কথা লিখেছেন ইবরাহিম ফাতেমি। এরই মধ্যে গানের কাজ শুরু করে দিয়েছি। গানের কথাগুলো অনেক সুন্দর। ইবরাহিম ফাতেমি একজন প্রশাসনের কর্মকর্তা হয়ে এত ভালো গান কি করে লিখেন আমার জানা নেই। আশা করছি, শ্রোতা ও দর্শকদের ভালো লাগবে।
গানগুলো কি আপনার কোনো অ্যালবামে স্থান পাবে?
হ্যাঁ, নতুন একটি অ্যালবাম করার পরিকল্পনা করছি। তবে অ্যালবামটি একটু সময় নিয়ে করতে চাচ্ছি। এছাড়া বর্তমানে আমাদের অডিও প্রতিষ্ঠানগুলোর যে অবস্থা অ্যালবাম করতে ভয় হচ্ছে। দেখব সকালে অ্যালবাম প্রকাশ করলাম আর রাতে তা অনলাইলে পাওয়া যাচ্ছে।
গানগুলোর কি মিউজিক ভিডিও করার ইচ্ছা আছে?
বর্তমানে গান শোনার পাশাপাশি দেখারও একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই আমার ইচ্ছা আছে, নতুন যে চারটি গানের কাজ করছি, সবকটিরই মিউজিক ভিডিও করার।
বর্তমানে আর কি নিয়ে ব্যস্ত আছেন?
বর্তমানে বেশির ভাগ সময় আমি টিভি লাইভ ও স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকি। ঈদের পর ইতালিতে একটি শো করতে যাব। এছাড়া প্রতি মাসেই বিভিন্ন টিভি চ্যানেলে লাইভ শো করছি।
আমাদের দেশের অডিও প্রতিষ্ঠান নিয়ে কিছু বলেন।
অডিও প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আর নতুন করে কি বলব। পাইরেসির কারণে আজ প্রতিষ্ঠানগুলো প্রায় বন্ধের পথে। একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে অডিও প্রতিষ্ঠান। তারা আজ অ্যালবাম প্রকাশ করতে ভয় পাচ্ছে।
পাইরেসি সমস্যা থেকে পরিত্রাণের কি কোনো উপায় নেই?
এ সমস্যা থেকে পরিত্রাণের একটি মাত্র উপায়_ আমাদের প্রতিটি মানুষকে নিজ নিজ জায়গা থেকে ঠিক হতে হবে। যারা আমাদের গানের শ্রোতা, তারা যাতে কোনো ধরনের পাইরেটেড অ্যালবাম না কেনে। একটি শিল্পকে বাঁচাতে হলে আমরা কি এ কাজটুকু করতে পারি না।
অডিও শিল্পে নতুন অনেক শিল্পী এসেছেন, তারা কেমন করছে বলে আপনি মনে করেন?
আমার কাছে নতুন অনেকের গান ভালো লাগে। অনেকেই ভালো করছে। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে তারা বেশি দিন জায়গাটা ধরে রাখতে পারছে না। তাদের কাছে আমার শুধু একটা কথাই বলার আছে_ গান গাওয়ার পাশাপাশি তারা যেন গানের চর্চা করে।
আলী আফতাব