কিছুদিন আগে মুঠোফোনে প্রকাশ হয়েছিল হৃদয়ের তৃতীয় একক অ্যালবাম 'ভালো লাগে না'র গানগুলো। এবার অডিও অ্যালবাম আকারে বের হচ্ছে অ্যালবামটি। আগামী ৭ জুন প্রকাশ হবে অ্যালবামটি। অ্যালবামে ফিউশন, মেলোডি ও রোমান্টিক ধাঁচের ১০টি গান রয়েছে। হৃদয় বলেন, 'খুব যত্ন নিয়ে গানগুলো করেছি। আমার বিশ্বাস, অনেকদিন পর দর্শক ভালো কিছু গান অ্যালবাম কিনে সংগ্রহে রাখবেন। অ্যালবামটি যারা কিনবেন তাদের অটোগ্রাফ দিতে চাই।'