ঈদকে সামনে রেখে ব্যস্ত হয়ে পড়েছেন সব অভিনেতা-অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় পিছিয়ে নেয় অভিনেত্রী ভাবনাও। সম্প্রতি মাহমুদ দিদারের 'রেড কার্পেট' শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকের গল্পে দেখা যাবে। বাকপ্রতিবন্দী ভাবনা যুক্ত হয়েছেন একটি মূকাভিনয় দলের সঙ্গে। দলটির প্রধান আফরান নিশো একটি নির্বাক চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছেন। সেই ছবিতে অভিনয়ের জন্য দিনরাত মূকাভিনয় চর্চা করছেন ভাবনা। এই নাটকে মূকাভিনয়ে নিবেদিত শিল্পীর ভূমিকায় দেখা যাবে ভাবনাকে। এতে তিনি এবং নিশো ছাড়াও একটি বিশেষ চরিত্রে আছেন মৌটুসী বিশ্বাস। ভাবনা বলেন, 'পুরো নাটকে আমার কোনো সংলাপ নেই। শুধু অভিব্যক্তি দিয়েই সবকিছু বোঝাতে হয়েছে। আমার জন্য এ নাটকে অভিনয় করা ছিল অনেকটা অগ্নিপরীক্ষার মতো।' নাটকটি আগামী ঈদে এনটিভিতে প্রচার হবে বলে জানা গেছে।