বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে নাটক নির্মাণ করেছেন ফেরদৌস হাসান। তার রচনা-পরিচালনায় নাটকটি চ্যানেল আইতে প্রচার শুরু হয়েছে। এতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, রোকেয়া প্রাচী, সিরাজুল ইসলাম, সৈয়দ হাসান ইমাম, মনীরা বেগম মেমী, আবদুল্লাহ রানা, ইরফান সাজ্জাদ, নমিরা, হাসান আজাদ প্রমুখ। নাটকের শিরোনাম 'জার্সি নম্বর ১০'। নাটকটি প্রতি সপ্তাহের মঙ্গল ও শুক্রবার রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে। নাটকের গল্পে দেখা যাবে_ আশির দশকে ঢাকার মাঠ কাঁপানো ফুটবলার ছিলেন মোমিন। তবে সে তার স্ত্রী বিয়োগের বিষয়টি মেনে নিতে পারে না তাই ফুটবল ত্যাগ করে। বর্তমানে ফুটবলের এই দৈন্যদশার জন্য সবাই ধারণা করে যে মোমিনদের মতো স্টার ফুটবলাররা খেলা ছেড়ে দেওয়ার জন্য দর্শকরা মাঠে যাচ্ছে না। তাছাড়াও রয়েছে ফুটবল নিয়ে নানা পলিটিঙ্, ঈর্ষা। নাটকটি প্রসঙ্গে ফেরদৌস হাসান বলেন, 'বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ খেলে না। তাই বলে ফুটবল উন্মাদনা কোন অংশে কম নেই আমাদের দেশে। উৎসব শুরু হয়। এ উৎসবে নাটক নিয়ে অংশগ্রহণ করলাম।'