একদিকে খবর কেপটাউনে হাতধরাধরি করে ঘুরছেন ক্যাটরিনা-রণবীর। অন্যদিকে আরেক রণবীর ব্যস্ত দীপিকার সঙ্গে। জানা গেছে, দীপিকা গিয়েছিলেন মার্কিনে পরিবারের সঙ্গে ঘুরতে। কিন্তু হঠাৎই পরিবারের সঙ্গ ছেড়ে বার্সেলোনায় রণবীরের সঙ্গে সময় কাটাতে দেখা গেল দীপিকাকে। শুধু দিনভর নয়। রণবীরের সঙ্গে একটা রাতও কাটালেন বার্সেলোনায় দীপিকা।
রণবীর অবশ্য কাজেই গিয়েছেন বার্সেলোনায়। নতুন ছবি 'দিল ধরেক নে দো'-র শুটিংই চলছে এখানে।