কবরী এবং মৌসুমী_ দুই যুগের দুই সফল অভিনেত্রী। এবার কবরীর মুখোমুখি হলেন মৌসুমী। একটি অনুষ্ঠানে কবরীর সাক্ষাৎকার নিয়েছেন মৌসুমী। বাংলা চলচ্চিত্রে কবরীর ৫০ বছরের বর্ণাঢ্য জীবন নিয়ে চ্যানেল আই নির্মাণ করেছে বিশেষ অনুষ্ঠান। এটি সাক্ষাৎকারভিত্তিক একটি টিভি অনুষ্ঠান। আর এ অনুষ্ঠানে কবরীর সাক্ষাৎকার নিয়েছেন মৌসুমী। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, 'টেলিভিশনে আমি উপস্থাপনা করি না। কিন্তু এটা ভিন্নধর্মী একটি অনুষ্ঠান। কবরী ম্যাডামকে নিয়ে বিশেষ অনুষ্ঠান হচ্ছে। তাই এখানে আমাকে যুক্ত করার প্রস্তাব করলে আর না করতে পারিনি।' এ অনুষ্ঠানে মৌসুমীর অংশ ছাড়াও আরও নানা স্বাদের আয়োজন রয়েছে।