বলিউডের জনপ্রিয় গায়ক ও সুরকার হানি সিং কি মারা গেছেন? সোমবার দুপুর থেকে এ নিয়ে গুজব চরমে। জানা গেছে, দুবাইয়ে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন হানি সিং। চেন্নাই এঙ্প্রেস ছবির 'লুঙ্গি ড্যান্স' ও 'আজ ব্লু হ্যায় পানি পানি' গান গেয়ে সম্প্রতি খ্যাতির মধ্যগগনে ওঠেন হানি সিং। একুশ শতকে র্যাপ সংগীতকে ভারতে অন্য মাত্রা দিয়েছেন তিনি। গতকাল খবর প্রকাশ হয়েছে, গাড়ি দুর্ঘটনায় হানি সিং অর্ধমৃত। হাসপাতালের বেডে তার ছবিও প্রকাশিত হয়েছে সাইটে। সেখানে দেখা যাচ্ছে মাথাটা তার একদিকে কাত হয়ে রয়েছে। নাকে অক্সিজেনের নল। কেউ বলছেন, তিনি কোমাচ্ছন্ন। বাঁচার আশাও নাকি কম।