'আইডেস অব মার্চ' সিনেমার প্রেসিডেন্ট পদপ্রার্থী ঝানু রাজনীতিকের কথা মনে আছে? গভর্নর মাইক মরিস চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন জর্জ ক্লুনি। রুপালি পর্দা থেকে বেরিয়ে বাস্তবজীবনেও সক্রিয় রাজনীতিতে পদার্পণ করতে চান ৫৩ বছর বয়সী এ অভিনেতা। হবু স্ত্রী আমাল আলামুদ্দিনের অনুপ্রেরণায় এ সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন ক্লুনি। লন্ডনভিত্তিক আইনজীবী আলামুদ্দিন উইকিলিকসপ্রধান জুলিয়ান অ্যাসাঞ্জের প্রতিনিধিত্ব করেছেন। তিনি মানবতার সেবায় আরও সক্রিয়ভাবে যুক্ত এবং ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদের পক্ষে কাজ করতে চান।