স্বপন আহমেদের ছবি 'পরবাসিনী'র কাজ শেষই হচ্ছে না। বছর দুয়েক ধরে সার্থকভাবে শুধু নতুন নতুন খবর জন্ম দিয়ে চলেছেন নির্মাতা। আবারও নতুন খবর জন্ম দিয়েছেন তিনি। সেটা হলো 'পরবাসিনী' ছবির সঙ্গে যুক্ত হয়েছেন কলকাতার প্রখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। তিনি একা নন, তার সঙ্গে অভিনেত্রী-মডেল জুন মালিহাও আছেন।
নতুন নতুন খবর জন্ম দেওয়া এবং দুই বছর ধরে শুটিং প্রসঙ্গে স্বপনের ভাষ্য_ 'সায়েন্স ফিকশন ধাঁচের ছবি হওয়ায় সময় লাগছে। সারা পৃথিবীতেই এ ধরনের ছবি নির্মাণে সময় লাগে। প্রচুর টেকনিক্যাল ওয়ার্ক করতে হয়।
'পরবাসিনী' ছবির শুটিং স্পটও প্রচুর। বাংলাদেশসহ ইউরোপের ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, হল্যান্ডে ছবির শুটিং হয়েছে। এবার যোগ হয়েছে কলকাতা শহর। আর এ অংশেই অভিনয় করছেন সব্যসাচী ও জুন।
নির্মাতা জানিয়েছেন, গত মঙ্গলবার থেকে 'পরবাসিনী' ছবির শুটিং হচ্ছে কলকাতার টালিগঞ্জের কাছে পার্পল মুভি টাউনে। এরপর পরিচালক যাবেন মুম্বাইয়ে। সেখানে শুটিংয়ে অংশ নেবেন মডেল এবং হিন্দি ছবির নায়িকা উর্বশী রৌতেলা। ২০১২ সালে 'মিস ইউনিভার্স ইন্ডিয়া' প্রতিযোগিতার শিরোপা জিতেছিলেন তিনি।
'পরবাসিনী' ছবির গল্পটি ১০০ বছর পরের ঘটনা নিয়ে। ঢাকা শহর ধ্বংস হয়ে গেছে অনেক আগে। ২১১৫ সালে প্রত্নতত্ত্ববিদ সব্যসাচী চক্রবর্তী ঢাকায় এসেছেন কিছু আবিষ্কারের উদ্দেশ্য নিয়ে। তাকে সহযোগিতা করছেন জুন মালিহা।
তাদের সঙ্গে শুটিংয়ে অংশ নিচ্ছেন ইমন। 'পরবাসিনী' এরই মাঝে বিতর্কও জন্ম দিয়েছে। ছবির অভিনেতা নিরব এবং অভিনেত্রী মেহজাবিন নানা নেতিবাচক মন্তব্য করেছেন ছবিটি নিয়ে।