গায়িকা হিসেবে অভিষেক ঘটেছে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের। 'এক ভিলেন' ছবিতে তিনি গান গেয়েছেন। এরই মধ্যে বেশ প্রশংসিতও হয়েছে তার প্রথম গান।
শ্রদ্ধা বলেন, 'টুইটারে সবার প্রতিক্রিয়া ছিল দেখার মতো। আমার গাওয়া গালিয়া গানটির জন্য আমি যে রকম প্রশংসা পেয়েছি, তাতে আমি সত্যিই অভিভূত।'
'গালিয়া' গানটির আরেকটি সংস্করণ গেয়েছেন আংকিত তিওয়ারি। আংকিতের গাওয়া গানটি এর মধ্যে প্রকাশ করা হয়েছে। আর শ্রদ্ধার কণ্ঠে 'গালিয়া'র আনপ্লাগড ভার্সন শোনা গেছে 'এক ভিলেন'র ট্রেইলারে। এ ছাড়া ছবির অডিও অ্যালবামে থাকবে শ্রদ্ধার গাওয়া 'গালিয়া' ট্র্যাকটি।
'এক ভিলেন'-এ প্রথমবারের মতো জুটি বেঁধেছেন শ্রদ্ধা কাপুর এবং সিদ্ধার্থ মালহোত্রা। এ ছাড়াও থাকছেন রিতেশ দেশমুখ। ছবিটি বেশ আলোচিত হয়েছে।