মার্কিন সংগীতশিল্পী রিহানার নতুন পারফিউম ‘রগ’ এর বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা জারি করেছে ইংল্যান্ডের অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্স এজেন্সি। এজেন্সির মতে, রিহানার নতুন এ বিজ্ঞাপনটি অশ্লীল ও যৌন উদ্দীপনামূলক।
ইতোমধ্যে, রিহানার যৌন উদ্দীপনামূলক বিজ্ঞাপনটির পোস্টার জনসম্মুখে প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ নতুন এ বিজ্ঞাপনটিতে শুধুমাত্র একজোড়া জুতা ছাড়া আর কিছুই পরিধান করেননি ‘উই ফাউন্ড লাভ’ খ্যাত তারকা রিহানা। মূলত রিহানার এ নগ্ন পোস্টারটি তরুণ ও শিশুদের নজরের বাইরে রাখার জন্যই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ধরনের কর্মকাণ্ডের জন্য আজকাল প্রায়ই নানা বিতর্কে জড়াতে দেখা যায় ২৬ বছর বয়সী রিহানাকে। এর পূর্বে ২০১২ সালে রেবেলি নামক এক সুগন্ধীর বিজ্ঞাপনে নগ্ন হয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এছাড়াও বিশ্ববিখ্যাত সংগীত আইকন শাকিরার সঙ্গে অশালীন মিউজিক ভিডিও করার কারণেও দারুণ বিতর্ক সৃষ্টি করেন শাকিরা ও রিহানা। সূত্র : কন্টাক্ট মিউজিক।