'গুণ্ডে' ছবির প্রোমোশন থেকেই রণবীর-প্রিয়াংকার মধ্যে চলছে উড়ন্ত চুমু নিয়ে মন কষাকষি।
ঘটনাটি হল 'গুণ্ডে'র প্রোমোশনে প্রিয়াংকা চোপড়ার দিকে উড়ন্ত চুমু ছুড়েঁছিলেন রণবীর সিং। তবে ব্যাপারটিকে খুব একটা ভাল চোখে নেননি প্রিয়াংকা। রণবীরকে স্পষ্ট জানিয়েছিলেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে সিনিয়রের সঙ্গে এরকম ব্যবহার মোটেও ঠিক নয়।
রণবীরও বেশ গায়ে মেখেছিলেন চুমু কাব্যটি। সে কাব্য মনে করেই কাজের বাইরে কোনও কথাই বলতে নারাজ রণবীর-প্রিয়াংকা। এমনকি জোয়া আখতারের 'দিল ধরেক নে দো'র শ্যুটিংয়েও খুব কমই কথা বলতে দেখা যায় দু’জনকে।