বিক্রম ভাটের 'হেট স্টোরি টু' সিকোয়েলে দেখা যাবে না পাওলিকে। নতুন নায়িকা সারভিন চাওলাই দায়িত্ব নেবেন হেট স্টোরি টুতে। সঙ্গে রয়েছেন নায়ক জয় ভানুশালি। আর এই ছবির পোস্টার প্রকাশের পর থেকে বির্তকে হেট স্টোরি।
ঘটনাটি হল, বিক্রম ভাটের নতুন হেট স্টোরিতে ব্যবহার করা হচ্ছে বিনোদ খান্না, মাধুরী দীক্ষিত অভিনিত 'দয়াবান' ছবির জনপ্রিয় গান 'আজ তুম পে প্যায়ার আয়া হে'। 'দয়াবান'-এর এই গানে বেশ অন্তরঙ্গ মুহূর্তে ধরা পড়েছিল মাধুরী ও বিনোদ খান্না। তবে সেই অন্তরঙ্গতার মাত্রাটা আরও দ্বিগুণ করে দেখাতেই 'হেট স্টোরি টু' পড়ল বির্তকে।
জানা গেছে, সেন্সর বোর্ড ছবি থেকে এই গানটি বাদ দিতে চান। অন্যদিকে বিক্রমের কাছে এই গানটিই হেট স্টোরির ইউএসপি।