গত ১০ বছর ধরে জাতীয় পর্যায়ে জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ইউনিসেফের ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে নতুন দায়িত্ব পেয়েছেন তিনি। এবার তিনি বৈশ্বিক শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন শিশুদের জন্য।
সোমবার সন্ধ্যায় জাতিসংঘের সদর দফতরে আয়োজিত একটি অনুষ্ঠানে তাকে এ দায়িত্ব দেয়া হয়। যেখানে উপস্থিত ছিলেন ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহাম, জনপ্রিয় অভিনেতা জ্যাকি চ্যান, অরল্যান্ডো ব্লুমের মতো তারকারা। অনুষ্ঠানে ডেভিড বেকহাম ও মিলি ববি ব্রাউন উপস্থাপনার দায়িত্বে ছিলেন। তারাই ই্উনিসেফের বিশ্ব পরিবারের সঙ্গে প্রিয়াঙ্কাকে পরিচয় করিয়ে দেন।
বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৬/ফারজানা