ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী এ আর রহমান 'বেস্ট অরিজিনাল স্কোর' ক্যাটাগরিতে ৮৯ তম অস্কারে মনোনয়ন পেয়েছেন। তার সঙ্গে একই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন ১৪৫ জন।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, 'পেলে : বার্থ অব এ লিজেন্ড' ছবির জন্য এ মনোনয়ন পেয়েছেন এ আর রহমান। ছবিটির 'গিংগা' গানটি 'অরিজিনাল সং' ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে। চলতি বছরের মে মাসে মুক্তি পাওয়া 'পেলে : বার্থ অব এ লিজেন্ড' ছবিটি ব্রাজিলের ফুটবলার পেলের ওপর নির্মাণ করা হয়েছে।
এর আগে 'বেস্ট অরিজিনাল স্কোর' ও 'বেস্ট অরিজিনাল সং' ক্যাটাগরিতে দুটি অস্কার পেয়েছিলেন এ আর রহমান। ২০০৯ সালে 'স্লামডগ মিলিয়নেয়ার' ছবির 'জয় হো' গানের জন্য ওই সম্মাননা পান তিনি।
৮৯ তম অস্কারে পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হবে ২০১৭ সালের ২৪ জানুয়ারি। পুরস্কার দেয়া হবে একই বছরের ২৬ ফেব্রুয়ারি।
বিডি প্রতিদিন/১৫ ডিসেম্বর, ২০১৬/ফারজানা