নীলবসনায় একটি ছবিতে দেখা গেছে অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলিকে। আর সেই ছবিতেই মাত করে দিয়েছেন তিনি। তবে নভ্যা নাভেলির এই ছবি কিন্তু একই সঙ্গে বচ্চন পরিবারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলি নন্দাকে নিয়ে অতীতে কম শোরগোল হয়নি। আগেও বহুবার খবরের শিরোনামে এসেছিলেন তিনি। আবারও এলেন। তাঁর খুল্লমখুল্লা লাইফস্টাইল ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে ইন্টারনেট দুনিয়ায়। সেই সঙ্গে তিনি কিন্তু অস্বস্তিতেও ফেললেন তাঁর জগৎবিখ্যাত দাদুকেও।
ছবিতে দেখা যাচ্ছে বিকিনি পরিহিতা নভ্যা বাইচের উপরে বসে। পরনে তার নীল রংয়ের বিকিনি। তার শরীরের উর্ধ্বাংশেও রয়েছে নীল অন্তর্বাস। এককথায় নীলবসনা নভ্যা সবার স্বপ্নসুন্দরীতে পরিনিত হয়েছেন ইতিমধ্যেই।
এর আগেও নভ্যার পোশাকআশাক নির্বাচন বচ্চন পরিবারের চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছিল। সেবারও বিকিনি পরিহিতা নভ্যার ছবি নিয়ে তোলপাড় হয়েছিল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। বছরের শেষে এসে আবারও সবাইকে আকর্ষণ করেছেন নভ্যা। বলাইবাহুল্য তার এই নতুন ছবি আবারও সবাইকে আকর্ষণ করেছে।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-১০