প্রায়ই বিনোদন জগতের সংবাদে একেবারে শিরোনামে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া৷ আর থাকবেন নাই বা কেন, তার কাজের পরিধিই তো তার পরিচিতির মাত্রা আরও বাড়িয়ে তুলেছে৷ বলিউডের কাজের ফাঁকেই, বিদেশের মাটিতেও বেশ শক্তভাবেই পাড়ি জমিয়েছেন। কখনও কোয়ান্টিকো তো কখনও বেওয়াচের হাত ধরে হলিউডে নিজের অবস্থান বেশ পোক্ত করে ফেলেছেন৷ বাদ নেই পুরস্কার প্রদান অনুষ্ঠানও৷
গত একাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানেও তিনি যেন হয়ে উঠেছিলেন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু৷ সোনম কাপুর থেকে শুরু করে অনেক তারকাকেই যেখানে ফ্যাশন সচেতন বলে মনে করা হয়, সেখানে তাদের সকলকে টপকে প্রিয়াঙ্কা চোপড়া এক অন্যরকম নজির গড়ে তুলেছেন৷
৮৮তম একাডেমি অ্যাওয়ার্ডেও রেড কার্পেটে তার গাউনে সকলের চোখ ধাঁধিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল৷ তার আউটফিটই তাকে গুগলের টপ সার্চ এর তালিকায় জায়গা করে দিয়েছে৷ শুধু ড্রেসই নয়, তার মেকআপ, স্লিক লো পনিটেল, ডায়মন্ডের গয়না থেকে শুরু করে ক্লাচও যেন ছিল চর্চার বিষয়৷ আর এইসব নিয়েই অনেকের মতোই এখন প্রিয়াঙ্কা গুগলের টপ সার্চেসে নিজের জায়গা করে নিয়েছে৷
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-১৬