বলিউড অভিনেতা শাহরুখ খান, আমির খান ও সাইফ আলি খানকে অপহরণ করার হুমকি দিয়েছেন ভারতের বিতর্কিত ব্যক্তিত্ব স্বামী ওম। বিগ বস ১০-এর এই প্রতিযোগী বলেছেন, প্রথমে ওই খানদের ভাল করে বোঝানো হবে, আর তাতে যদি কাজ না হয়, তবে অপহরণ করে তাদের হিন্দু ধর্ম গ্রহণে বাধ্য করা হবে।
সম্প্রতি স্বামী ওমের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতেই তিনি এসব হুমকি দিয়েছেন।
তিনি বলেন, শর্মিলা ঠাকুর এবং কারিনা কাপুর শুধু অর্থের লোভে মনসুর আলি পাতৌদি ও সাইফকে বিয়ে করেন। শাহরুখ সুপারস্টার হবেন, সেটা আগে থেকে জানতেন গৌরি। সে জন্যই তিনি শাহরুখকে বিয়ে করেন।
বিডি প্রতিদিন/১৬ ডিসেম্বর, ২০১৬/ফারজানা